খুব মাঝে মাঝেই সফটওয়্যার আপগ্রেড, সার্ভার আপগ্রেড বা বিভিন্ন ধরনের টেস্ট করার জন্য আমাদের Tunngle সার্ভিসগুলো অল্প সময়ের জন্য অফলাইন রাখতে হয়। আমরা ইচ্ছা করেয় দিনের ও মাসের এমন সময় এই মেইনটেনেন্সগুলোর সময় নির্ধারণ করি যেসময় সাধারনত সার্ভিসগুলো সবচেয়ে কম ব্যবহৃত হয়। এধরনের মেইনটেনেন্সের সময় আপনি হয়ত অল্প সময়ের জন্য সার্ভিসজনিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়গুলোতে Tunngle সবসময় সর্বচ্চো চেষ্টা করে আপনার সমস্যাগুলো সবচেয়ে কমিয়ে আনতে। এছাড়াও, মেইনটেনেন্স সংক্রান্ত ঘোষণা আগে থেকেই আমাদের @TunngleStatus টুইটার অ্যাকাউন্টে দেওয়া হবে।